You are here : Home »
Home » » মায়ের প্রেমিকের বিরুদ্ধে অভিনেত্রীর যৌন হয়রানির অভিযোগ

মায়ের প্রেমিকের বিরুদ্ধে অভিনেত্রীর যৌন হয়রানির অভিযোগ

Written By bdnews online on সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩ | ৬:৪৩ AM

তিনমাস নিখোঁজ থাকার পর হঠাৎ করেই ফেরত এলেন সপ্তদশী তেলেগু অভিনেত্রী আর ফেরত এসেই অভিযোগ তুললেন যৌন হয়রানির। এই যৌন হেনস্থা অভিযোগ তোলেন তার মায়ের প্রেমিকের বিরুদ্ধে।
 
তেলুগু টিভি-সিনেমার ওই অভিনেত্রীর অভিযোগ থেকে জানা যায়, তিনি নাবালিকা এবং তাঁকে যৌন হেনস্থা করেছেন মায়ের প্রেমিক! গত ২৭ মে থেকে নিখোঁজ ছিলেন ওই অভিনেত্রী। তখন ঘটনাচক্রে পুলিশের কাছে অভিযোগ জানান এন প্রসাদ রাও নামের এক ব্যক্তি। আর নাটকীয় ভাবে সেই এন প্রসাদ রাও-এর বিরুদ্ধেই এবার যৌন হেনস্থার অভিযোগ এনেছেন সপ্তদশী অভিনেত্রী।
 
পুলিশের কাছে কিশোরীর বক্তব্য, কৃষ্ণা নগরের বাড়িতে তাঁদের সঙ্গেই থাকতেন প্রসাদ রাও। তিনি কোনওভাবেই তাঁর বায়োলজিক্যাল ফাদার নন। এবং প্রসাদ রাও-এর হাতে নিয়মিত যৌন হেনস্থা সহ্য করতে না পেরে ওই অভিনেত্রী পালিয়ে যান। পুলিশকে তিনি জানিয়েছেন বিবাহ বিচ্ছিন্না মা এবং তাঁর প্রেমিকের সঙ্গে এক বাড়িতে থাকতে মোটেও ভাল লাগছিল না তাঁর। তাই পালিয়ে গিয়ে এক হোস্টেলে তিন মাস কাটিয়ে ফিরে আসেন।
 
পুলিশের তরফে জানানো হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে অভিযোগকারিণীর বয়ান নেয়া হবে। তাঁর বয়ানের ভিত্তিতে প্রসাদ রাও-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে।
Share this article :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
E-mail : newsbd4@gmail.com
Copyright © 2013-14. XtremeNews Bangladesh Inc. - All Rights Reserved
Powered by Xtreem News ICT Team