এমিটিভির পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রায় নগ্ন হয়ে মঞ্চে ঝড় তুলেছেন মার্কিন পপ শিল্পী লেডি গাগা এবং মাইলি সাইরাস।
জানা গেছে,গত সোমবারের এই অনুষ্ঠানে রবিন থিকের সঙ্গে প্রায় অর্ধনগ্ন হয়ে
নেচেছেন মার্কিন কণ্ঠশিল্পী, অভিনেত্রী এবং লেখিকা মাইলি সাইরাস।
এদিকে সাইরাসকে একধাপ ছাড়িয়ে, নগ্ন হয়ে মঞ্চে হাজির হন গাগা। মন মাতানো
সুরের আবেদনকে ছাড়িয়ে নগ্ন শরীর দেখাতেই ব্যস্ত ছিলেন এই দুই শিল্পী।
২০ মিনিটের নাচের দ…ৃ&শ্য দেখা যায়, রবিন থিক ডোরা কাটা লম্বা পোশাকে
অর্ধ নগ্ন মাইলি সাইরাসের সঙ্গে গান করছেন। আর গাগা কোনো পার্টনার ছাড়াই রক
গানের সুরে বিমোহিত করছেন দর্শকদের।
অনুষ্ঠানটির আয়োজকরা জানিয়েছেন, এটি ছিল পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। মাইলি
সাইরাস এবং লেডি গাগাকে নাচে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
আর এ জন্য তাদের প্রচুর টাকাও গুনতে হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিকে টিভিতে এ রকম অর্ধনগ্ন অবস্থায় নেচে ভালোই ঝামেলায় পড়েছেন
সাইরাস-গাগা। সমালোচকরা এটাকে বলছেন তাদের বাড়াবাড়ি। তবে সাইরাস এবং গাগা
জানিয়েছেন, নিন্দুকের এসব কথায় কান দেয়ার সময় তাদের নেই। অনুষ্ঠানকে সফল
করার জন্য যা যা দরকার ছিলো, তারা তাই করেছেন।
বিচিত্র ফ্যাশনের জন্য লেডি গাগা বেশি আলোচিত। গানের পাশাপাশি এইডস ও
বন্যার্তদের সহযোগিতাসহ নানা ধরনের সামাজিক কাজে যুক্ত তিনি। ২০১৩ সালে
বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর ৪৫ বছরের কমবয়সী সবচেয়ে প্রভাবশালী নারীদের
তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন লেডি গাগা।
এছাড়া ডিজনি চ্যানেল সিরিজের হানা মন্টানায় নাম ভূমিকায় অভিনয় করার জন্যই
মাইলি সাইরাস বিশেষভাবে পরিচিত। হানা মন্টানার সাফল্যর পর অক্টোবর ২০০৬-এ
তার গানের একটি সিডি প্রকাশিত হয়। এখানে তিনি শোয়ের আটটি গান গেয়েছিলেন।
সঙ্গীত জগতে পেশাদার গায়িকা হিসেবে তার প্রথম একক অ্যালবাম মিট মাইলি
সাইরাস, যা প্রকাশ পায় ২৩ জুন ২০০৭ তারিখে। এই অ্যালবামে ‘‘সি ইউ এগেন’’ এর
প্রথম দশটি সফল গান ছিলো। রেডিও ডিজনি এর মূলস্রোতের টপ ৪০ -এ উঠে আসতে
এবং বেতার জগতের সাফল্যকে ছুঁতে এই গান সাইরাসকে সাহায্য করেছিলো বলে মনে
করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন