কৃষি
মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ডের সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী
দস্তাসমৃদ্ধ আমন ধানের নতুন জাত ব্রি-৬২ এর অবমুক্ত করার কথা বালেন।
বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিউটের বিজ্ঞানীরা জাতটি উদ্ভাবন করেছেন বলে জানান
কৃষিমন্ত্রী। তিনি বলেন এটি কোন জিএম (জেনেটিকালি মডিফাইড) ধান নয়। এটি
দেশীয় ধানের সঙ্গে পরাগায়ন এর মাধ্যমে উদ্ভাবন করা একটি উচ্চ ফলনশীল জাত।
তিনি আরও বলেন এ ধানের প্রতি কেজি চালে ১৯ মিলিগ্রাম দস্তা ও ৯ শতাংশ প্রোটিন থাকবে, যা রোগ প্রতিরোধে সহায়ক ভুমিকা পালন করবে।
এসম্পর্কে
গবেষণা ইন্সটিউটের বিজ্ঞানীরা বলেন ব্রি ধান-৬২ এর ১০৫ দিনের মধ্যে ফলন
পাওয়া যাবে।যার ফলে আমন মৌসুরে অন্যান্য জাতগুলোর মধ্যে এ ধানের উৎপাদনে কম
সময় লাগবে। ফলন হবে প্রতি হেক্টরে চার দশমিক দুই মেট্রিকটন করে।এর চাল
মাঝারি আকারের।
আসচ্ছে
আমন মৌসুম থেকে কৃষক পর্যায়ে এ ধান চাষাবাদ কারার জন্য কৃষকদের কে উৎসাহিত
কারার পাশাপাশি মাঠ পর্যায়ে প্রচার-প্রচারনা চালানের জন্য কৃষি সংশ্লিষ্ঠ
প্রতিষ্ঠান সমুহের প্রতি আহবান জানান কৃষিমন্ত্রী।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন