বৃহস্পতিবার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, সিরিয়ার বিরুদ্ধে
পশ্চিমা দেশগুলোর সম্ভাব্য সামরিক হামলার প্রেক্ষাপটে রাশিয়া এ পদক্ষেপ
নিচ্ছে।
রাশিয়ার জেনারেল স্টাফ-এর এক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স বলেছে,
‘‘পূর্ব ভূমধ্যসাগরে যে পরিস্থিতির উদ্ভব হচ্ছে তার পরিপ্রেক্ষিতে
নৌবাহিনীর বিন্যাসে কিছু সংশোধনী আনা প্রয়োজন দেখা দিয়েছে।’’
আগামী কয়েক দিনের মধ্যেই নর্দান ফ্লিটের বহু সংখ্যক সাব-মেরিন বিধ্বংসী
জাহাজ যোগ দেবে।পরে এর সঙ্গে ব্ল্যাক সী ফ্লাইটের একটি রকেট ক্রুজার
মস্কোভাও যোগ দেবে , জানান দেশটির জেনারেল স্টাফ এর প্রধান।
জাহাজটি বর্তমানে উত্তর আটলান্টিক-এর কাজ গুঁটিয়ে শিগগির এটি জিব্রাল্টার
প্রণালীর দিকে যাত্রা করবে।এছাড়া এ বসন্তেই ভূমধ্যসাগরে নৌবাহিনীর সঙ্গে
যু্ক্ত হবে প্যাসিফিক ফ্লাইটের একটি রকেট।
এর আগে ইন্টারফ্যাক্সের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধজাহাজ পাঠানোর লক্ষ্য
ওই অঞ্চলে নিজস্ব নৌবাহিনীর উপস্থিতি বাড়ানো এবং ভূমধ্য সাগরে জাহাজ
পরিবর্তন করা নয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন