You are here : Home »
Home » » বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ- আলোচনা সভা, মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান।

বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ- আলোচনা সভা, মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান।

Written By bdnews online on রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ | ৫:১৭ AM

এক্সট্রিম ডেক্স ‍: বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ এবং স্ব-নির্ভর দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেন মাটি ও মানুষের অবিসংবাদিত নেতা এবং তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উন্নয়ন ও অগ্রগতির স্লোগানে ১৯ দফা কর্মসূচি নিয়ে পথচলা শুরু করে দেশের মাটি ও মানুষের দল বিএনপি। নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে জনগণের ভোটে একাধিবার রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে দেশ পরিচালনা করেছে দলটি।

১৯৭১ সালে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের পর দেশের মানুষ চেয়েছিলো সত্যিকারের স্বাধীনতা ও গণতন্ত্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২৬ মার্চ সে স্বপ্নেই পুরো জাতিকে শোনিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা। মুক্তিযুদ্ধের পরও দেশের গণতন্ত্র আর অধিকার নিয়ে মানুষ যখন ক্রান্তিকাল পাড়ি দিচ্ছিল, সব দল নিষিদ্ধ করে যখন গণতান্ত্রিক অধিকার হরণ করে দেয়া হয়, সেই ক্রান্তিকালেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেন  জিয়াউর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র রুদ্ধ দ্বার উন্মুক্ত করে দেন তিনি।

মাটি ও মানুষের যে অবিসংবাদিত নেতা দেশকে এগিয়ে নেয়ার সংগ্রামে পুরো জীবন কাটিয়ে দিলেন মানুষের দ্বারে দ্বারে। তাকেই শেষ পর্যন্ত ইতিহাসের করুণ ভাগ্য মেনে নিতে হলো। ১৯৮১ সালে চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যদের হাতে শাহাদাতবরণ করেন জিয়াউর রহমান।

মহান এ নেতার পর কোটি মানুষের প্রিয় সংগঠন বিএনপির নেতৃত্বের দায়িত্বভার অর্পিত হয় তার স্ত্রী বেগম খালেদা জিয়া ওপর। এরপর থেকে বেগম খালেদা জিয়া দলটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে ১৯৯১-৯৫ ও ২০০১-০৬ সালসহ বিএনপি তিনবার সরকার গঠন করে।  প্রতিষ্ঠার পর থেকে নানা উত্থান-পতনের মাধ্যমে ৩৫ বছর পার করেছে বিএনপি।

বর্তমানে দলটি দেশের একটি বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরই মানুষের অধিকার আদায়, জাতীয় সংকট মোকাবেলা ও দেশ পরিচালনায় যে সাফল্য তার পেছনে রয়েছে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও দেশপ্রেম।

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দলটির ওপর সবচেয়ে বড় যড়যন্ত্র ও বিপর্যয় নেমে আসে ২০০৭ সালে জরুরি অবস্থার সময়। ফখরুদ্দিন-মইনউদ্দিনের সরকারের অধীনে ২০০৮ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপি পরাজিত হয়।

২০০৭ সালে জরুরি অবস্থার প্রেক্ষাপটে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়। শুধু গ্রেফতার করেই ষড়যন্ত্রকারীরা ক্ষান্ত হয়নি, তারা কারারুদ্ধ করে জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী বংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমানকেও। দেশের তৃণমূল পর্যায়ে তার ব্যাপক জনপ্রিয়তা ও দেশের প্রতি ভালোবাসার জন্য তাকে ষড়যন্ত্রকারীদের অমানবিক নির্যাতন সহ্য করতে হয়। ওই সময় সংস্কারের কথা বলে দলের বেশ কয়েকজন সিনিয়র নেতাকে দিয়ে বিএনপিকে ভাঙ্গার সর্বাত্মক চেষ্টাও করা হয়। কিন্তু গণমানুষের কাছাকাছি দলের অবস্থান হওয়ায় সে দিনকার সেই চেষ্টা সফল হয়নি বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, আপসহীন অবস্থান ও  দৃঢ় নেতৃত্বের কারণে । সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে বিএনপি আবারও তার রাজনৈতিক শক্তিমত্তা জানান দিতে সক্ষম হয়েছে।

এদিকে প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো নেতাকর্মীরা। কেন্দ্রীয়ভাবে দুই দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়াও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সারাদেশে নানা কর্মসূচি পালন করছে।  শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রবিবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর অঙ্গ-সংগঠনগুলোও শ্রদ্ধা নিবেদন করবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে সারাদেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)সহ অঙ্গ-সংগঠনগুলো আলাদা আলাদা কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- আলোচনা সভা, মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান।
Share this article :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
E-mail : newsbd4@gmail.com
Copyright © 2013-14. XtremeNews Bangladesh Inc. - All Rights Reserved
Powered by Xtreem News ICT Team