You are here : Home »
Home » » প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে খালেদা জিয়ার শ্রদ্ধা

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে খালেদা জিয়ার শ্রদ্ধা

Written By bdnews online on রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ | ৫:২০ AM

এক্সট্রিম ডেক্স ‍: নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সকাল থেকে সারাদেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)সহ অঙ্গ-সংগঠনগুলো আলাদা আলাদা কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- আলোচনা সভা, মিলাদ-মাহফিল, স্বেচ্ছায় রক্তদান। এছাড়া কেন্দ্রীয়ভাবে ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব-উন নবী খান সোহেল, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, ওলামা দলের সভাপতি এম এ মালেক, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব, বিএনপি নেত্রী শাম্মী আক্তার, হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
Share this article :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
E-mail : newsbd4@gmail.com
Copyright © 2013-14. XtremeNews Bangladesh Inc. - All Rights Reserved
Powered by Xtreem News ICT Team