খবরে প্রকাশ শাসক কিমের বান্ধবী ছাড়াও আরও ১২ জনকে একই কারণে গুলি করে
মেরে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। মেশিনগানের সামনে দাঁড়িয়ে একে একে ১৩ জনকে
গুলি করে মারা হয়।
হুন সহ মৃত্যুদন্ড হওয়া এই ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ নিজেদের মধ্যে সেক্সের
ভিডিও তোলার পর, তা বিক্রি হয়। এই নিয়ে উত্তর কোরিয়ায় বেশ শোরগোল পড়ে যায়।
দেশের বর্তমান শাসক কিম জং উনের বাবা কিং জং ইল তখনই নিষেধ করেন হুনের
সঙ্গে সম্পর্ক রাখতে। এরপরেও বান্ধবী হুনের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখতে
পাওয়া গিয়েছিল কিং জংক।
প্রাক্তন বান্ধবী হলেও প্রশাসক কিম নাকি এই শাস্তি নিয়ে নিজেকে আরও উঁচুতে
তুলে ধরলেন এমন দাবিও করা হয়েছে। তবে প্রশাসন এ বিষয়ে কোনো মুখ খুলছে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন