You are here : Home »
Home » » আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ: উপজেলা চেয়ারম্যান নিহত

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ: উপজেলা চেয়ারম্যান নিহত

Written By bdnews online on রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ | ৮:০১ AM

এক্সট্রিম ডেক্স ‍: ময়মনসিংহের ধোবাউড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আজ রবিবার বিকেলে এই ঘটনা ঘটে।

ইউএনও আলমগীর হোসাইন সাংবাদিকদের জানান, আজ ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবেশ ও খাবার বিতরণকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিম গ্রুপের সাথে গামারী তলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজুুল হক খানের গ্রুপের মধ্যে প্রথমে কাটাকাটি হয় এবং এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে হমলা-পাল্টা হামলা হয়। উভয়ের মধ্যে আরো উত্তেজনা দেখা দিয়ে প্রশাসন উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে। বিকাল ৫টার দিকে উভয় গ্রুপই ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিমসহ কমপক্ষে ১০জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ গুলি, টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। গুরুতর আহত উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিম, ভাই মজনু ও টিপুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ফুরকান উদ্দিন সেলিম মারা যান।

ওসি আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থালে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
Share this article :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
E-mail : newsbd4@gmail.com
Copyright © 2013-14. XtremeNews Bangladesh Inc. - All Rights Reserved
Powered by Xtreem News ICT Team