You are here : Home »
Home » » সাকাকে মুক্তি না দিলে আদালত ভবন উড়িয়ে দেয়ার হুমকি

সাকাকে মুক্তি না দিলে আদালত ভবন উড়িয়ে দেয়ার হুমকি

Written By bdnews online on রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ | ৭:৫৭ AM

এক্সট্রিম ডেক্স ‍: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে মুক্তি না দিলে চট্টগ্রামের আদালতসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা মুখ্য বিচারিক হাকিম বরবার অনেকটা আবেদনপত্র ধরনের একটি চিঠিতে এই হুমকি দেয়া হয়।

চিঠিতে আগস্ট মাসের মধ্যে সালাউদ্দিন কাদেরের মুক্তি দাবি করা হলেও এটি একদিন পরে রবিবার বিকাল ৪টার দিকে জেলা মুখ্য বিচারিক হাকিম রুহুল আমীনের কার্যালয়ে পৌঁছায়।

দাবি পূরণ না হলে আদালতের পাশাপাশি চট্টগ্রাম বন্দর ভবন, বিদ্যুৎ ভবন, কাস্টমস ভবনও উড়িয়ে দেয়ার হুমকি রয়েছে চিঠিতে।

একই সঙ্গে মুখ্য বিচারিক হাকিমকে লেখা চিঠিতে বলা হয়, ‘যদি মুক্তি না হয়, তাহলে আপনার লাশটা পারিবারকে উপহার দেব। মুক্তি যদি না দেন তাহলে আপনাদের পরিবারের সবাইকে লাশ করে দেব।’

ডাকে পাঠানো ওই চিঠিটি প্রেরক হিসাবে সাতজনের নামও উল্লেখ করা হয়েছে। নিজেদের ফটিকছড়ি ও রাউজানের বাসিন্দা বলে উল্লেখ করেছেন তারা। প্রসঙ্গত, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি ফটিকছড়ি সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।

চিঠির নিচে লেখা রয়েছে- ‘আমরা সবাই সাকা চৌধুরীর মুক্তি চাই। আমাদের নাম গুলো দেয়া হল’।

ক্রমানুসারে নামগুলো হলো- ১) দোলন, শীলপাড়া, পথের হাট, নোয়াপাড়া; ২) মুন্নী দাশ পিতা-বাদল দাশ, শীল পাড়া, পথের হাট, নোয়াপাড়া; ৩) জসিম উদ্দিন, মুসলিমপাড়া, পথের হাট, রাউজান; ৪) কামাল আহমেদ, মুসলিমপাড়া, পথের হাট; ৫) প্রদীপ দাশ, গ্রাম-কাশি, পটিয়া; ৬) মান্না হাসান মিয়া, মুসলিমপাড়া, রাউজান ও ৭) মহিউদ্দিন আহমেদ, মুসলিমপাড়া, ফটিকছড়ি।

এদিকে, উড়োচিঠিতে দেয়া হুমকির পর আদালত ভবন এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম ডটকমকে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে এবং এতে জড়িতদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান শুরু হয়েছে।
Share this article :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
E-mail : newsbd4@gmail.com
Copyright © 2013-14. XtremeNews Bangladesh Inc. - All Rights Reserved
Powered by Xtreem News ICT Team